ভালো মোবাইল চেনার উপায় কী
আপনি একটি ভালো স্মার্টফোন কিনতে চান। কিন্তু বাজারে এত স্মার্টফোন থাকায় আপনি বুঝতে পারছেন না কোন স্মার্টফোনটি ভালো। যদি আপনার এইসব সমস্যা থেকে থাকে তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।
আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার পর আপনি কোন স্মার্টফোনটি ভালো এবং কোন স্মার্টফোনটি ভালো না। সেটি আপনি বুঝতে পারবেন। যদি এই বিষয়বস্তুগুলো সম্পর্কে বুঝতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
ভালো মোবাইল চেনার উপায় কী?
একটি ভালো স্মার্টফোন পছন্দ করার জন্য অনেকগুলো বিষয় বস্তু সম্পর্কে জানতে হয়। আমরা অনেকেই সেই বিষয় বস্তু সম্পর্কে অবগত নই।তাই আমরা প্রায়ই স্মার্টফোন কেনার সময় ভুল করে থাকি।একটি ভালো স্মার্ট ফোন তার প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে,রেমওরোম এবং তার ব্যাটারি কতটা ভালো তার ওপর নির্ভর করে।
আরো পড়ুনঃ স্মার্ট টিভি ও সাধারণ টিভির মধ্যে পার্থক্য
প্রসেসর কি
প্রসেসরকে বলা হয় স্মার্টফোনের ফোনের প্রাণ কেন্দ্র। একটি স্মার্টফোনের কর্মক্ষমতা কতটুকু ভালো হবে।তার গেমিং ক্ষমতা কতটুকু ভালো হবে।স্মার্টফোনটিকে ব্যবহার করে কতটুকু মজা পাওয়া যাবে তার সবই নির্ভর করে প্রসেসরের উপর।একটি প্রসেসরের ন্যানোমিটার যত কম হবে।
তত ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যাবে এবং ফোন কম গরম হবে ফলে প্রসেসর ভালো পারফরম্যান্স করবে।এবং একটি স্মার্টফোনের antu tu benchmark স্কোর যত বেশি হবে সেই প্রসেসরটি তত ভালো পারফরমেন্স দিতে পারবে।যে প্রসেসরের কোর যত বেশি সেই প্রসেসর ততো ভালো।
বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্য প্রসেসর তৈরি করে তিনটি কোম্পানি exynos,snapdragon,mediatekএবং অ্যাপেল তাদের নিজস্ব প্রসেসর bionick ব্যবহার করে থাকে।
ভালো ক্যামেরা ফোন চেনার উপায়
একটি ভালো ক্যামেরার স্মার্টফোন বাছাই করার জন্য আপনাকে মেগাপিক্সেল সম্পর্কে জানতে হবে।যে ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি।সেই ক্যামেরা তত বেশি ভালো।তবে বর্তমানে মেগা পিক্সেল দিয়ে স্মার্টফোনের ক্যামেরা নির্বাচন করলে আপনি ঠকে যেতে পারেন। কারণ এখন একটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা একটি ৫০মেগাপিক্সেলের ক্যামেরা কে হার মানিয়ে দিতে পারে।
তাই এখন ক্যামেরা ভালো কি খারাপ তা আপনি স্মার্টফোনের শোরুমে গিয়ে নিজে চেক করে নিতে পারেন। অথবা youtube এ অনেক স্মার্টফোনের ক্যামেরার রিভিউ রয়েছে সেগুলো দেখে আপনি একটি ভালো ক্যামেরার স্মার্টফোন নির্বাচন করতে পারেন ।
ভালো ডিসপ্লে চেনার উপায়
ডিসপ্লে একটি স্মার্টফোনের অনেক বড় ভূমিকা পালন করে।কারণ ডিসপ্লে যদি ভাল হয় তাহলে আপনি ভিডিও দেখে মজা পাবেন।এবং ডিসপ্লে যত ভালো হবে তত আপনার ফোনটি আকর্ষণীয় হবে।ডিসপ্লে সাধারণত তিন ধরনের হয়ে থাকে।
tft,lcd,amoled. tft ডিসপ্লে সাধারণত নিম্নমানের স্মার্টফোনে দেখা যায়। lcd মিডরেঞ্জ এর স্মার্টফোন দেখা যায় এবং amoled ডিসপ্লে মিডরেঞ্জ এর থেকে একটু দামি ফোনে ব্যবহার হয়ে থাকে।এবং ডিসপ্লেত যত বেশি gigahertz হবে তত ভালো যেমন 60hz,90hz,120hz.
রেম ও রোম কি
রেম এবং রোম এই দুইটি স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বিষয়। রেম দুই ধরনের হয়ে থাকে একটি LPDDR4X এবং অপরটি LPDDR5X এই দুইটির ভিতর LPDDR5X ভালো হবে LPDDR4X এর তুলনায়।রেম ৩,৪,৫,৬ যতই বেশি হোক না কেন আমাদের সর্বপ্রথম দেখতে হবে রেমটি LPDDR4X নাকি LPDDR5X.সব সময় আমাদের চেষ্টা করা উচিত LPDDR5X নেওয়ার।
রোম দুই ধরনের হয়ে থাকে একটি EMMC STORAGE অপরটি UFS. এই দুইটির ভিতর EMMC STORAGE এর তুলনায় UFS ভালো হবে। UFS এর ভিতর অনেকগুলো ভাগ রয়েছে। যেমন UFS 2.0,UFS 3.0,UFS 4.0 যেটাতে UFS এর নাম্বার যত বেশি।সেটি ততো বেশি ভালো।
ব্যাটারি
একটি স্মার্টফোনের ব্যাটারি যত বেশি Mh এর হবে এই স্মার্টফোনটি তত বেশি চালাতে পারবে।আপনাকে বারবার করে চার্জ দিতে হবে না। যেমন 3000mh,4000mh,5000mh.এগুলো ব্যাটারির mh এবং চার্জার যত বেশি watts হবে তত দ্রুত স্মার্টফোনটি চার্জ হবে
অন্যান্য বিষয়বস্তু
নেটওয়ার্ক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেটওয়ার্ক না ভালো হলে কারো সাথে ভালোভাবে কথা বলতে পারবেন না এবং ইন্টারনেট ব্যবহারে অনেক সমস্যা হবে। বর্তমানে সর্বনিম 4G ব্যবহার করতে পারেন এবং এর থেকে বেশি G নিলে আরো ভালো।
এবং BLUETOOTH মিনিমাম আপনার BLUETOOTH 4.0 হতে হবে এবং WiFi 6 হতে হবে। কারণ যেগুলো ফাস্ট WiFi সেগুলো WiFi 6 না হলে কানেক্ট করতে পারবেন না।
লেখক এর শেষ মন্তব্য
ভালো মোবাইল চেনার উপায় কি? এ বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি আপনার মনে হয় আপনি এই আর্টিকেলটি পরে উপকৃত হয়েছেন তাহলে আর্টিকেলটি শেয়ার করে দিন যাতে অন্যরাও আর্টিকেল পড়ে উপকৃত হতে পারে। এতক্ষণ ধরে আমাদের এই আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।
ইনফরমেন্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url